৬০ লিটার চোরাই মদসহ ১ জন গ্রেফতার

FB_IMG_1700483357717

আজ ২০/১১/২০২৩ খ্রিঃ তারিখ সকাল ০৭.৪৫ ঘটিকায় কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই(নিঃ)/ নাজমুল শাকিব ও সঙ্গীয় ফোর্স সহ কোতয়ালী মডেল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন ০৫নং ওয়ার্ড এর মোগলটুলি চৌমুহনীর উত্তর পার্শ্বে সিটি কর্পোরেশনের পানির ফোয়ারার দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর হতে ৬০ লিটার চোলাই মদ সহ আসামী মোঃ অপু (২৫), পিতা-আবুল কাশেম, মাতা-কাজল বেগম ,স্থায়ী: গ্রাম- টিক্কারচর (পুরাতন খেয়াঘাট সংলগ্ন বাড়ি) , উপজেলা/থানা- কোতয়ালী মডেল, জেলা -কুমিল্লা কে গ্রেফতার করা হয়। 

উক্ত ঘটনায় কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-৫৭, তারিখ-২০ নভেম্বর, ২০২৩; ধারা- ৩৬(১)সারণির ২৪(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;রুজু করা হয়।

কুমিল্লা জেলা প্রতিনিধি (রাকিবুল হাসান রায়হান) 


কমেন্ট As:

কমেন্ট (0)