সরিষাবাড়ীতে আসামীদের দ্রুত গ্রেফতার

IMG_20231121_171715

যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপি'র নির্দেশে মঙ্গলবার বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন পুরাতন দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি রেলওয়ে স্টেশন এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্লাটফর্মে সমাবেশে মিলিত হয়। ট্রেনে অগ্নিসংযোগকারী বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে জিএস রাজনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন-উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম ও যুবলীগ নেতা শরিফ আহমেদ নিরব। এ সময় যুবলীগের  সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, সহ সম্পাদক সোহেল রানা, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন চাকলাদার  ও কেএম সোহেলসহ দলীয় অঙ্গ ও সহযোগী নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলটি আয়োজন করেন- এডভোকেট মতিয়র রহমান স্মৃতি সংসদ। 

রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী প্রতিনিধি 


কমেন্ট As:

কমেন্ট (0)