সরাইল সদরের হরতালের যানজট

IMG-20231119-WA0014

ব্রাহ্মণ বাড়িয়া জেলার সরাইল উপজেলার সদরে হরতালেও যানজট লেগে থাকতে দেখা যায়। আজ রবি বার১৯/১১/২০২৩ইং তারিখে সরাইল উপজেলা সদরে  সরেজমিনে গিয়ে দেখা যায় সরাইল সদরের একমাত্র রাস্তাটি যানবাহনে পরিপূর্ণ। কোথাও কনো মিছিল, মিটিং বা পিকেটিং এর খবর পাওয়া যায়নি। বিভিন্ন মালামাল বুঝাই মালের গাড়ি নিরাপদে সরাইল বাজারে আসছে আবার নিরাপদে বের হচ্ছে।

আববাস উদ্দিন, সরাইল প্রতিনিধি 


কমেন্ট As:

কমেন্ট (0)