সনাতন ধর্ম অবলম্বনকারীদের নবান্ন উপলক্ষে কালাইয়ে মাছের মেলা

IMG_20231118_165316

পহেলা অগ্রহায়ন সনাতন ধর্ম অবলম্বীদের শাস্ত্র অনুসারে নবান্ন উৎসব আর এই নবান্ন উৎসবকে কেন্দ্র করে  জয়পুরহাট জেলার কালাই উপজেলাতে ১৫ বছর ধরে বসে মাছের মেলা মেলাকে কেন্দ্র করে ব্যবসায়ীরা সেজে বসে বিভিন্ন ধরনের বড় বড় মাছের পরশা 

আশেপাশের এলাকার মানুষজন এর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় সনাতন ধর্মাবলম্বীরা এই দিন সকাল থেকে বাচ্চা থেকে বৃদ্ধ সকলে দেখার জন্য এবং মাছ কেনার জন্য প্রত্যেকে এ মাছের মেলাতে আসে।

মাছের মেলা থেকে ফেরার পথে কম বেশি মাছ কিনে বাসায় ফিরে  শুধু সনাতন ধর্ম অবলম্বীদেরই নয় মুসলমানদের মধ্যে দেখা যায় ব্যাপক উদ্দিপনা মেলাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকার মানুষ আসে মাছ কেনার জন্য এ মেলাতে দূর দূরান্তের মানুষ  মাছ কিনে নিযে তাদের আত্মীয় স্বজনের  বাড়িতে বেড়াতে আসে।

মোঃ ফজলুর রহমান সুইট, জয়পুরহাট জেলা প্রতিনিধি 


কমেন্ট As:

কমেন্ট (0)