লাখাইয়ে সুশাসন প্রতিষ্ঠায় মতবিনিময়
- By --
- Tuesday, 21 Nov, 2023

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ১১ ঘটিকায়, উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ( ভূমি) মাসুদুর রহমান এর সঞ্চালনায়, অংশীজনের অংশ গ্রহণে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) দেবজিৎ সিংহ। আলোচনায় অংশ নেন, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া, আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কাজী সামছুল আরেফিন, লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মোঃ জাবেদ আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জান্নাতুন নাহার লিজা, শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম।
সভায় প্রধান অতিথি সিলেট বিভাগীয় অতিরিক্ত কমিশনার দেবজিৎ সিংহ বলেন, সুশাসন প্রতিষ্ঠায় শিক্ষার গুনগতমান উন্নয়নের বিকল্প নেই। তাই শিক্ষার প্রচার প্রসারে কাজ করতে হবে।সুশাসন প্রতিষ্ঠায় জনসচেতনতা বৃদ্ধি করতে সকলের ঐক্য বদ্ধ প্রয়াস চালাতে হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা,সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।
মুফতী আসাদুজ্জামান আনোয়ারী, লাখাই উপজেলা প্রতিনিধি।