যুব রেড ক্রিসেন্ট সোসাইটি সোহরাওয়ার্দী কলেজের নেতৃত্বে, মুমিন, তৃণা, রবিউল
- By --
- Sunday, 19 Nov, 2023

রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ২০২৩-২৪ সালের জন্য সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে নতুন কমিটি গঠন করা হয়েছে। সকাল ১১ টার দিকে শুভেচ্ছা বক্তব্য প্রদানের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব রেডক্রিসেন্ট সোসাইটি সোহরাওয়ার্দী শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাধ্য বিদায়ী টিম লিডার ইলিয়াস হোসেন। এর পর পর্যাক্রমে বক্তব্য রাখেন সংগঠনটির ইনচার্জ ড. শামসুর নাহার, নুরুল ইসলাম (ইউ এল ও) রেড ক্রিসেন্ট সোসাইটি সোসাইটি ঢাকা জেলায় ইউনিট সহ বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ।
এসময় ইনচার্জ ড.শামসুর নাহার কমিটির সকলকে অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন তোমাদের মাধ্যমে যুব রেডক্রিসেন্ট সোসাইটি সরকারি সোহরাওয়ার্দী কলেজ ইউনিট দেশের ক্লান্তি কালে সাধারণ মানুষের জন্য আরোও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে! পাশাপাশি নিজেদের দক্ষ হিসাবে গড়ে তোলবে।
কলেজে অধ্যক্ষ এবং যুব রেডক্রিসেন্ট সোসাইটি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিটের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহসীন কবির বলেন, কলেজে বেশ কয়েকটি পুরনো সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তাদের সাথে যুব রেডক্রিসেন্ট সোসাইটি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিটও খুব ভালো করতেছে। তাদের কার্যক্রমগুলো খুবই প্রসংশনীয়। যেমন করোনা কালে তারা জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে। কিছুদিন পূর্বে মাদক সচেতনতা মূলক র্যালির আয়োজন করেছে এছাড়াও কলেজের জাতীয় প্রোগ্রামগুলোতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি এই সংগঠনের সাথে আছি এবং সবসময় থাকবো।
প্রধান অতিথির বক্তব্য শেষ ২০২৩-২৪ এর জন্য ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে দলনেতা হিসাবে দ্বায়িত্ব পান আতিকুল ইসলাম মুমিন, এছাড়াও উপদল নেতা-১ হিসাবে দ্বায়িত্ব পান তৃনা রাণী সাহা,উপদলনেতা-২ রবিউল মোল্লা, এছাড়া এডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে- হাবিবা ও নাহিদুজ্জামান নাফি, ট্রেনিং এন্ড কো-কারিকুলাম ডিপার্টমেন্টে- মেসবাহুল হক ও সুমাইয়া আক্তার, আইসিটি মিডিয়া এন্ড কমিনিউকেশন ডিপার্টমেন্টে- রেদোয়ান হোসাইন ও লাবন্য মজুমদার, ডিজাস্টার এন্ড হিউম্যানিটি রেসপন্স ডিপার্টমেন্টে-নূর হোসাইন ও সোহাগ খান , হেল্থ সার্বিস ডিপার্টমেন্টে- রায়হান আহমেদ ও তাবাসসুম জাহান নাবিলা, এবং রিসোর্স মুবিলাইজেশন ডিপার্টমেন্টে - মাহমুদুল হাসান ও সানজিদা আক্তার।
কমিটি ঘোষণা শেষ নতুন দ্বায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দরা বলেন, আমরা আমাদের কলেজে ইউনিটকে ঢাকা জেলার সর্বচ্চো ইউনিট হিসাবে গড়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রতিটি সদস্যদের কিভাবে আরোও নতুন নতুন ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ হিসাবে গড়ে তোলা যায় সেদিন খেয়াল রাখবো। সর্বোপরী ইউনিটের কার্যক্রম আরোও বৃদ্ধি করবো ইনশাআল্লাহ।
মাহমুদুল সাকিব ,সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ,ঢাকা প্রতিনিধি