বীজতলা তৈরিতে ব্যস্ত সময়

34f7fc1f483cc722785567612f826383-6198d66b2c666_1

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় বর্ষার পানি শেষে বোরো মৌসুমে হাওরে বোরো চাষাবাদের প্রস্তুতি হিসেবে বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছে উপজেলার কৃষকরা। লাখাই উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায় ,চলতি বছরে লাখাই উপজেলার ৬ টি ইউনিয়নে ১১ হাজার ২০৮ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ৪৯৪ হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে লাখাই উপজেলা কৃষি অধিদপ্তর । 

ইতিমধ্যে উপজেলার  ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে কৃষি বিভাগ থেকে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।  সোমবার ২০ নভেম্বর  সকালে ১নং লাখাই ইউনিয়ন সহ  বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে  বোরো চাষের জন্যে  কৃষকরা বোরো চাষের প্রথম পর্যায়ে ব্যস্ত সময় পার করছেন বীজতলা তৈরি নিয়ে। 

তবে বোরো চাষের জমিতে কেউ কেউ সরিষা চাষ করছেন। তখন একই জমিতে ইরি-বোরো বীজ রোপণ করবেন চাষিরা। লাখাই উপজেলার হাওরাঞ্চল বেষ্টিত লাখাই ১নং ইউনিয়ন এর স্বজন গ্রাম, রুহিতনসী,   কামালপুর, শিবপুর, সন্তোষপুর, কৃষ্ণপুর, বুল্লা ইউনিয়নের বুল্লা, মাদনা,  ভরপুর্ণী, ভবানীপুর, কাটাইয়া, গোয়াকারা, ফরিদপুর,  বীজতলা পরিচর্যাসহ বোরো ক্ষেত তৈরিতে কাজ করছেন কৃষিশ্রমিকরা। ইতিমধ্যেই অনেক জায়গায় বীজতলার কাজ শেষ। 

মোড়াকরি ইউনিয়ন, বামৈ ইউনিয়ন   মুড়িয়াউক ইউনিয়ন, করাব ইউনিয়নের মধ্যে  বীজতলা তৈরির কাজ কোন কোন স্থানে শুরু হয়েছে আবার কোন কোন স্থানে শুরু হয় নাই। লাখাই উপজেলার ১ নং লাখাই ইউনিয়নের রুহিতন্সী গ্রামের বোরো চাষি সানু মিয়া বলেন, এখন শীত কম বীজ বপন করলে বীজতলায় বেশি চারা গজায়, এবং রোগ-বালাই কম হয়। 

এতে বীজতলার ক্ষতি কম হওয়াসহ অল্প বীজে অধিক জমিতে চারা রোপণ করা যায়।  এই জন্যই আগেভাগে ধানের বীজতলা তৈরির কাজ শুরু করেছে কৃষকরা। বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় বীজতলার চারা গাছ হৃষ্টপুষ্ট হয়ে সবুজে ভরে উঠেছে বীজতলা। 

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান মিজান বলেন, চলতি বোরো মৌসুমে উপজেলার প্রতিটি এলাকায় বীজতলা তৈরি এবং বোরো আবাদের জমি তৈরির কাজ চলছে। বীজতলার বীজের চারাগাছ যাতে সুস্থ ও সবলসহ ভালো হয় সেজন্য কৃষি বিভাগ থেকে কৃষকদের সার্বিক পরামর্শসহ সহযোগিতা দেওয়া হচ্ছে। প্রত্যেক ইউনিয়নে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এ বিষয়ে কাজ করছেন।

মুফতী আসাদুজ্জামান আনোয়ারী, লাখাই উপজেলা প্রতিনিধি।  


কমেন্ট As:

কমেন্ট (0)