বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য সহ ১ জন আসামী গ্রেফতার

WhatsApp Image 2023-11-19 at 10

চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাব-৫, রাজশাহী এর একটি চৌকষ অপারেশন দল ১৯ নভেম্বর ২০২৩ ইং তারিখ রাত ০২:০০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহারাজপুর ইউনিয়নের বাগবাড়ীটোলা গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ ইসমাইল (২৫), পিতা-মোঃ মফিজুল ইসলাম, মাতা-মোছা খাইরুন নেছা, সাং-বাগবাড়ী টোলা, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে বিস্ফোরকদ্রব্য-০৩ কেজি ৪২০ গ্রাম, কয়লা-০২ কেজি সহ হাতেনাতে গ্রেফতার করে। 

সাম্প্রতিক সময়ে অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে ককটেল এবং অন্যান্য বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে নাশকতা সহ নানা অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতার সৃষ্টি এবং বর্তমান রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার জন্য বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য (গান পাউডার) সংরক্ষণ করে রাখা তথ্যের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বাজারের ব্যাগে ০৩ কেজি ৪২০ গ্রাম বিস্ফোরক দ্রব্য (গান পাউডার) এবং কয়লা ০২ কেজি উক্ত আসামীর ঘরের খাটের নিচ থেকে উদ্ধার করা হয়।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।  

মোঃ মাহিদুল ইসলাম (ফরহাদ) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।


কমেন্ট As:

কমেন্ট (0)