বাগমারার সাবেক শিবির সভাপতি চেক জালিয়াতির মামলায় গ্রেফতার

IMG-20231118-WA0002

বাগমারা উপজেলার অন্তর্গত ৫ নম্বর  আউসপাড়া ইউনিয়নের মুগাই পাড়া গ্রামের নায়েব উল্লাহ মন্ডল এর কনিষ্ঠপুত্র মোঃ মারুফ হাসান (৪০) সাবেক ছাত্রশিবিরের সভাপতি বাগমারা উপজেলা চেক জালিয়াতি মামলায় আটক করে বাগমারা থানা। বর্তমানে  মারুফ হাসান  প্রাইম ব্যাংক রাজশাহী শাখায় কর্মরত।

ঘটনা সূত্রে জানা যায় যে, মারুফ হাসান প্রাইম ব্যাংক ময়মনসিংহ সদর শাখায় কর্মরত ছিলেন।  সে সময় উনি ময়মনসিংহের স্থানীয় বাসিন্দাকে চেক দিয়ে নগদ চার লক্ষ  টাকা হাতিয়ে নিয়ে ময়মনসিংহ সদর থেকে ট্রান্সফার হয়ে রাজশাহী জেলায় আসেন। তারপর ভুক্তভোগী ব্যক্তিকে বিভিন্ন অজুহাত দেখিয়ে অনেকভাবে ঘুরাইতে থাকেন ময়মনসিংহ সদর প্রাইম ব্যাংকে থাকাকালী। পরে রাজশাহীতে ট্রান্সফার হয়ে আসার পরে যখন অস্বীকার করে তখন তার  ডকুমেন্ট সহকারে ময়মনসিংহ সদর থানায় উনার নামে মামলা দায়ের করে। সেই মামলাটি CR ওয়ারেন্ট হিসেবে রাজশাহী মহানগরীর বাগমারা থানায় আসার পর ওসি আমিনুল ইসলামের নির্দেশনায় ১৭ নভেম্বর বিকাল পাঁচটায় মুগাই পারা বাজারের দেলোয়ারের চাই স্টল থেকে আটক করে। 

স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, মারুফ হাসান ছাত্র শিবিরের সাবেক সভাপতি হিসেবে এলাকায় অনেক অনিয়ম দুর্নীতি আগে থেকেই করে আসে। এলাকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার নামেও লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার তথ্য বেরিয়ে আসে। বাগমারা উপজেলার বাইগাছা গ্রামের মোঃ সামিউল ইসলামের সাথে কথা বলে জানা যায় তার ভাগিনাকে চাকরি দেওয়ার নাম করে তিনি দেড় লক্ষ টাকা আত্মসাৎ করেছেন চাকরি তো দিতে পারেন ইনি বরং সেই টাকা আজ দেবো কাল দেব করে ঘুরিয়ে যাচ্ছে। এছাড়া ২০২২ সালের ১৬ই ডিসেম্বর স্থানীয় আওয়ামী লীগের ইউপি নেতার সাথে আতাত করে একটি পুকুরের জবরদখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে ।ওই বিষয়ে তার বিরুদ্ধে মামলা চলমান । বর্তমানে সে মামলাটি পিবিআই এর হাতে তদন্ত দিন রয়েছে। 

বাগমারা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মারুফ হোসেনকে ওয়ান্টের ভিত্তিতে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়। উনার বিরুদ্ধে এর আগেও জালিয়াতির মামলা রয়েছে । 

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী

 

 


কমেন্ট As:

কমেন্ট (0)