বাকলিয়ায় জুয়া খেলার তাস ও নগদ অর্থসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার

1700395195919

সিএমপির বাকলিয়া থানার অভিযানে ৪  বান্ডেল জুয়া খেলার তাস ও নগদ ৩০৪০/- টাকা’সহ ৬  জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ১। এসকান্দর মিয়া (৩৫) পিতা-শাহ আলম, মাতা-হালিমা বেগম, সাং-ধামারহাট, ৫নং ওয়ার্ড,তালুকদার বাড়ী, থানা- রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-কালামিয়া বাজার, হুজুরের বিল্ডিং, আলক্ষার রোড,  থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম , ২। মোঃ জাহেদ (৫০) পিতা-আহম্মদ কবির, মাতা-নুরুন নাহার বেগম, সাং-কাঞ্চন নগর, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-মাহফুজ কলোনী, রাজাখালী, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ মনির হোসেন প্রঃ মাইন উদ্দিন (৫৫) পিতা-মৃত আব্দুল খালেক, মকাতা-শামসুন নাহার, সাং-প্রেম আশিয়া, ৩নং ওয়ার্ড থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-চামড়ার গুদাম, আব্দুর রহমানের ভাড়াঘর, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, ৪। শরিফুল হক (৬০) পিতা-সিরাজুল হক, মাতা-তৈয়বা বেগম, সাং-রাজাখালী মোড় কাজলের বাড়ী, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, ৫। মোঃ আলাউদ্দিন (৩৫)পিতা-মোঃ মানিক মাঝি, মাতা-খোদেজা বেগম, সাং-দক্ষিণ খায়ের, ৬নং ওয়ার্ড, থানা-দেবীদ্বার, জেলা-কুমিল্লা, বর্তমানে-শাহ আমানত কলোনী, ২৯নং রুম লবন ফ্যাক্টরী পিছনে, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, ৬। মোঃ জাহাঙ্গীর (৬৫) পিতা-আফজাল মিয়া, মাতা-আছিয়া বেগম, সাং-সরল জলদী, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-তুলাতলী, জাইল্লারচর, আবুর বাপের বাড়ী, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম। 

রবিবার (১৯ নভেম্বর) বাকলিয়া থানাধীন রাজাখালীস্থ মালেক সল্ট ফ্যাক্টরী দক্ষিণ পাশে বক্কর চৌধুরী কলোনীর ১নং রুমের ভিতরে হতে তাদের গ্রেফতার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, রাজাখালীস্থ মালেক সল্ট ফ্যাক্টরী দক্ষিণ পাশে বক্কর চৌধুরী কলোনীর ১নং রুমের ভিতরে নগদ টাকার মাধ্যমে জুয়া খেলার সময় এসআই (নিঃ)/ মোঃ সোহেল রানা তাহার সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে জুয়া খেলার তাস ও নগদ অর্থসহ তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব হোসেন বলেন, সিএমপি অধ্যাদেশ ৯৪ মোতাবেক আসামীদেরকে জেল হাজতে সোপর্দ করা হয়েছে।

আব্দুস সাত্তার টিটু, জেলা প্রতিনিধি 

 


কমেন্ট As:

কমেন্ট (0)