ফেনীতে যাত্রীবাহী বাসে আগুন
- By --
- Monday, 20 Nov, 2023

রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফেনীর মহিপালের নোয়াখালী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী।গা ড়ির মালিক মিন্টু মিয়া জানান, তিনি ওই রুটের একজন লাইনম্যান। গাড়িটি ফেনী মহিপালে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে কাউন্টারে দাঁড়ানো অবস্থায় কে বা কারা আগুন দেয়। গাড়িটির ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শুধু গাড়িটির খাঁচা অবশিষ্ট আছে।
ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, ফেনীর মহিপালে নোয়াখালী বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।
মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রতিনিধি