ফাকা বাসায় ডেকে নিয়ে ভিডিও ধারণ করে সিন্ডিকেট

IMG-20231120-WA0084

নারীর ইচ্ছাপূর্বক ভূল নাম্বারে কল দিয়ে গড়ে তোলা সখ্যতা, ফাকা বাসায় ডেকে নিয়ে ভিডিও ধারণ করে সিন্ডিকেট মারফত লাখ লাখ টাকায় মুক্তিপন আদায় চক্র আটক

উপ-পুলিশ কমিশনার(ডিবি-বন্দর ও পশ্চিম) জনাব মোহাম্মদ আলী হোসেন মহোদয়ের সার্বিক তত্বাবধানে এবং অতিঃ উপ-পুলিশ কমিশনার , জনাব মোহাম্মদ সামিম কবির ও সহকারী পুলিশ কমিশনার , জনাব কাজী মোঃ তারেক আজিজ এর নির্দেশনায় বিশেষ টিম ইনচার্জ পুলিশ পরিদর্শক(নিঃ) , মোহাম্মদ হারুন অর রশিদ এর নেতৃত্বে এসআই মোঃ রাজীব হোসেন, এসআই , মোঃ রবিউল ইসলাম ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ তিন জনকে আটক করা হয়েছে। এই সিন্ডিকেটের সদস্যরা বিভিন্ন এলাকায় ঘুরে ব্যবসায়ীদের দোকানে লেখা নাম্বার, বিভিন্ন ব্যবসায়ীদের নাম্বার সংগ্রহ করে সিন্ডিকেটের নারী সদস্য শারমিনকে দেয়। শারমিন সেই নাম্বারে কল দিয়ে ভাব জমায়।

জামাই অনেকদিন বিদেশে থাকে বলে এক পর্যায় বাসায় ডেকে নেয় টার্গেট ব্যবসায়ীকে। এরপর বাসায় যৌন কাজের আগে বা পরে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৩/৪ জন সিন্ডিকেট সদস্য ঘরে ঢুকে টার্গেটকে আটক করে মারধর করে ভিডিও ধারন করে তার ফেসবুকে পোস্ট দিবে, ভাইরাল করবে বলে ২ লাখ টাকা বিভিন্ন বিকাশ ও নগদে নিয়ে ভিকটিমকে ছেরে দেয়। 

ভিকটিম পুলিশের নিকট গেলে ভিডিও ফেসবুকে ছেরে দিবে বলে হুমকি দেয়। এই সিন্ডিকেটের গ্রæপ লিডার আবু জাফর প্রকাশ জুয়েল ও নাছির প্রকাশ ডিবি নাছির । ঘটনার শিকার একজন ভিকটিম ডিবি (বন্দর-পশ্চিম) অফিসে অভিযোগ জানাইলে মাঠে নামে ডিবি। ডিবি বন্দর পশ্চিমের স্পেশাল টিম তাদের প্রযুক্তির সহায়তায় বিভিন্ন এলকা হতে্ মুল হোতা সহ ৩ জন গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হইয়াছে। বাকি সহযোগী আসামীদের গ্রেফতারের বিষয়ে অভিযান চলমান রয়েছে।

মোঃ কামাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি


কমেন্ট As:

কমেন্ট (0)