পৃথক অভিযানে মাদকসহ আটক
- By --
- Tuesday, 21 Nov, 2023

জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছাইদুল হাসান পিপিএম মহোদয় এর নির্দেশক্রমে বাবুল উদ্দীন সরদার অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জের তত্ত্বাবধানে
১ম অভিযানে এসআই (নি:) আসগর এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় আসামী জবদুল হক (৩৬) পিতা- মৃত রবিউল ইসলাম সাং সালামপুর থানা- শিবগঞ্জ জেলা চাঁপাইনবাবগঞ্জ ইং (২০ নভেম্বর) তার নিজ বসতবাড়ি হতে ৩৫ (পঁয়ত্রিশ ) গ্রাম মাদকদ্রব্য হেরোইন, হেরোইন বিক্রয়ের নগদ মূল্য ১০,২৯০/ (দশ হাজার দুইশত নব্বই টাকা) সহ আটক করা হয়।
২য় অভিযানে একই দিনে এসআই ( নি:) ফয়সাল হাসান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ইং (২০ নভেম্বর) শিবগঞ্জ থানাধীন শাহাপাড়া বাজার থেকে একজন আইনের সহিত সংঘাতে জড়িত শিশু কে ৭০০ ( সাতশত) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয় ।
উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
মোঃ মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি