পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

Screenshot_20221107-192414_2

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় মিম নামে (৪) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে । ১৮ নভেম্বর, শনিবার  তেতুঁলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের ধামগছ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মিম উপজেলার

বুড়াবুড়ি ইউনিয়নের কাটাপাড়া গ্রামের আবুবক্কর সিদ্দিকের মেয়ে। স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ধামগছ আশ্রয়ণ প্রকল্পে থাকা নানা সায়েদ আলীর ঘর গতকাল আগুনে পুড়ে যায়। এ খবর পেয়ে আজ সকালে মায়ের সাথে শিশুটি নানার বাড়িতে যাচ্ছিল পুড়ে যাওয়া ঘর দেখতে। রাস্তা পাড় হওয়ার সময় পঞ্চগড় থেকে বাংলাবান্ধা যাওয়া একটি লড়ির সাথে ধাক্কা লেগে শিশুটি রাস্তায় পড়ে যায়।


স্থানীয়রা শিশুটিকে প্রথমে তেতুঁলিয়া হাসপাতালে এরপর উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়। এ ঘটনায় মালবাহী লড়িটিকে আটক করেছে তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশ।


তেতুঁলিয়া হাইওয়ে থানার এসআই ফরহাদ আলম ঘটনার সত্যতা শিকার করে বলেন, মালবাহী লড়িটি আটক করা হয়েছে। গাড়িটি ম্যাক্স কোম্পানির মালবাহী গাড়ি। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি ।


উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি


কমেন্ট As:

কমেন্ট (0)