নিলামের আগেই পৌরসভার যন্ত্রাংশ বিক্রির চেষ্টা

17003064518229118165734705793519_2

কুড়িগ্রাম পৌরসভা চত্বর থেকে প্রকাশ্যে পরিত্যক্ত দুটি ট্রাকের যন্ত্রাংশ খুলে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে । কয়েকজন কাউন্সিলরসহ পৌরসভার সংশ্লিষ্ট বিভাগ নিলাম ছাড়াই এসব যন্ত্রাংশ বিক্রির উদ্যোগ নিয়েছেন বলে পৌরসভা সূত্রে জানা গেছে । শনিবার (১৮ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম পৌরসভা চত্বরে গিয়ে এমন ঘটনার সত্যতা পাওয়া গেছে ।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান এমন কর্মকাণ্ডকে নিলাম প্রক্রিয়ার অংশ হিসেবে দাবি করেছেন । তবে কোনও নিলাম হওয়ার আগেই এভাবে গাড়ির যন্ত্রাংশ খোলা ‘ভুল’ সিদ্ধান্ত বলে স্বীকার করেছেন এই নির্বাহী প্রকৌশলী ।

বৃহস্পতিবার দুপুরে পৌরসভা চত্বরে গিয়ে দেখা গেছে, কয়েক বছর আগে থেকে পড়ে থাকা দুটি পরিত্যক্ত ট্রাকের বিভিন্ন অংশ খুলছেন এক মেকানিক । কিছু অংশ কেটে বিচ্ছিন্ন করছেন । সাংবাদিক পৌঁছার খবরে তাড়াহুড়ো করে খুলে ফেলা যন্ত্রাংশ পৌরসভার গোডাউনে নেওয়ার উদ্যোগ নেন পৌর কর্মচারীরা ।

যন্ত্রাংশ খুলে নেওয়ার ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ওই মেকানিক বলেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তফা কামাল পাশার নির্দেশে যন্ত্রাংশ খোলা হচ্ছে । কিছু যন্ত্রাংশ গাড়িতে করে সরানো হয়েছে । আমি আর কিছু জানি না ।

পৌরসভার একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন  কয়েকজন কাউন্সিলর মিলে পরিত্যক্ত ট্রাক দুটির বিভিন্ন যন্ত্রাংশ খুলে বিক্রির উদ্যোগ নিয়েছেন । যা হচ্ছে বিধিসম্মত হচ্ছে না । এ বিষয়ে নিলাম প্রক্রিয়া করা হয়েছে কিনা জানা নেই । এসব বিষয় নির্বাহী প্রকৌশলীর আওতাধীন । তিনি বিস্তারিত জানাতে পারবেন ।

এ বিষয়ে কাউন্সিলর মোস্তফা কামাল পাশা বলেন কর্তৃপক্ষের নির্দেশে যন্ত্রাংশ খুলে রাখা হচ্ছে । পরে এগুলো নিলাম করা হবে । নিলাম ছাড়া এভাবে যন্ত্রাংশ খুলে রাখা বিধিসম্মত কিনা এমন প্রশ্নের জবাবে মোস্তফা কামাল বলেন এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী জানেন । খুলে রাখা যন্ত্রাংশ অফিস গোডাউনে রাখা হয়েছে ।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন গাড়ি দুটির নিলামের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে নিলামের আগে এভাবে যন্ত্রাংশ খুলে রাখা ভুল হয়েছে । আমি পরে কাজ বন্ধ রাখতে বলেছি । পৌরসভার মেয়র কাজিউল ইসলাম বলেন এখনও নিলাম হয়নি । গাড়ি দুটির যেটুকু যন্ত্রাংশ খোলা হয়েছে, তা পৌরসভার নিয়ম অনুযায়ী হয়েছে ।

এ. কে. এম. আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি


কমেন্ট As:

কমেন্ট (0)