নাটোর ভবানীগঞ্জের মোড়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
- By --
- Sunday, 19 Nov, 2023

রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামী। হরতালের শুরুতে রবিবার রাত ৩ টার দিকে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (১৯ নভেম্বর) রাত ৩ টার দিকে আগুনের এই সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ জানান, দুর্বৃত্তদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। আশা করা যায় দ্রুতই অগ্নিসংযোগকারীদের আইনের আওতায় আনা হবে।
নাটোর প্রতিনিধি, মোঃ আসলাম সরদার।