দাগনভূঞায় এক রাতে পাঁচ দোকান চুরি
- By --
- Saturday, 18 Nov, 2023

ফেনীর দাগনভূঞা উপজেলায় রাতের আঁধারে পাঁচ দোকান চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার রাতে উপজেলার পৌর এলাকার ১নং ওয়ার্ড উত্তর শ্রীধরপুর এবং ৩নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড হাসানগণি পুর এলকায় এই দুধর্ষ চুরির ঘটনাটি ঘটে।
সরেজমিনে গিয়ে জানাযায়, উপজেলার গজারিয়া রোড়ের মহি উদ্দিন মিয়ার জান্নাত ভিলা স্টোর, নুরুল হুদার ছাঁদনী স্টোর, মোঃ জুয়েলের জুয়েল এন্টারপ্রাইজ, শাহ আলম মিয়ার নোমান স্টোর এবং ইসমাইল হোসেনের অটো গ্যারেজ থেকে রিকশার ব্যাটারি চুরির ঘটনা ঘটে।
দোকান মালিকদের সাথে কথা বলে জানাযায়, প্রতি দিনের মতো তারা রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। এরপর সকালে দোকান খুলতে এসে দেখে দোকানের তালা নেই। দোকানের ঝাপ উঠিয়ে দেখে দোকানের মালামাল ছড়িয়ে ছিটিয়ে আছে এবং দোকান থেকে মূল্যবান জিনিসপত্র উদাও হয়ে যায়। এছাড়াও দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ টাকাও নিয়ে যায় বলে জানায় দোকান মালিকরা।
জুয়েল এন্টারপ্রাইজের মালিক মোঃ জুয়েল জানায়, আমাদের দোকানটি পাইকারি হোল সেলারের দোকান। এই দোকানে অনেক মূল্যবান জিনিসপত্র রয়েছে। চোরের দল দোকানের সব মূল্যবান জিনিস বস্তায় করে নিয়ে যায়। এর মধ্যে তেল, সিগারেট, কসমেটিকস সামগ্রী বেশি পরিমাণে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৫০ হাজারেরও বেশি।
অটো চালক ইসমাইল হোসেন জানায়, আমি রাতে গাড়ি চালিয়ে এসে গাড়িটি চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে আমার মা ঢেকে বলে তোর গাড়ি নেই। এরপর এদিক সেদিক খোজাখুজি করে বাড়ি থেকে অনেক দুরে জঙ্গলে গাড়িটি পাই। কিন্তু গিয়ে দেখি গাড়ির ব্যাটারি দুটোই নিয়ে গেছে চোরের দল। বর্তামানে ব্যাটারি গুলোর মূল্য ৫০-৬০ হাজার টাকার মতো।
এছাড়াও অন্যান্য দোকান গুলোর মধ্যে মালামাল ও নগদ টাকা মিলে আনুমানিক জান্নাত ভিলা স্টোরের ১০ হাজার টাকা, ছাঁদনী স্টোরের ৭-৮ হাজার টাকা, নোমান স্টোরের ৯ থেকে সাড়ে ৯ হাজার টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় দোকান মালিকরা।
এ বিষয়ে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিনের সাথে কথা বললে তিনি জানান, আমরা জুয়েল এন্টারপ্রাইজের পক্ষ থেকে একটা অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার সাথে সাথে আমাদের একটা টিম ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাটি আমরা তদন্ত করে দেখবো।
দেওয়ান মোঃ ইকবাল, দাগনভূঞা, ফেনী