ঠাকুরগাঁওয়ে রাধাগোবিন্দ মন্দিরে চুরি

19

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চন্ডিপুর গলিমবাবু  রাধাগোবিন্দ মন্দিরে রোববার ১৯ শে নবেম্বর রাতে চুরি সংঘঠিত হয়েছে। এ ঘটনায় মন্দিরের দুই সেট রাধা কৃষ্ণ মূর্তি, একটি গোপাল মূর্তি সহ মোট তিনটি মূর্তি চুরি হয়েছে এবং বেশ কিছু স্বর্ণাংকার চুরি হয়ে গেছে।


মন্দিরের সভাপতি বিমল  কৃষ্ণ জানান, মন্দিরে রাখা মূল্যবান রাধা কৃষ্ণের দু’টি পিতলের ও ১ টি গোপাল মূর্তি, মোট ৩টি মুর্তি চুরি হয়ে গেছে। চুরির ঘটনায় মন্দিরে আনুমানিক ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি  চলছে।

মোঃ আবুল হাসান ঠাকুরগাঁও প্রতিনিধি


কমেন্ট As:

কমেন্ট (0)