ঝিনাইগাতীতে মাদক কারবারিকে সাজা প্রদান
- By --
- Monday, 20 Nov, 2023

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বন্দভাটপাড়া গ্রামে।
অদ্য ২০/১১/২০২৩ ইং তারিখ সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঝিনাইগাতী,শেরপুর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,শেরপুর "খ" সার্কেল এর যৌথ মাদকবিরোধী অভিযানে সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঝিনাইগাতী,শেরপুর জনাব মোঃ আশরাফুল কবীর এর নেতৃর্ত্বে গঠিত একটি রেইডিং টিম ঝিনাইগাতী থানাধীন বন্দ ভাটপারা এলাকাস্থ অভিযান পরিচালনা করে মাদক কারবারি ১.মোঃ শহীদুল (৪০), কে হেরোইন সহ আটক করা হয়।তারপর সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত আসামী কে মোবাইল কোর্টের মাধ্যমে ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করে জেলা কারাগার,শেরপুরে প্রেরণ করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, শেরপুর "খ" সার্কেল এর উপ পরিদর্শক জনাব মোঃ জসীম উদ্দিন উক্ত মোবাইল কোর্টের প্রসিকিউশন দাখিল করেন।
আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি