জনতার হাতে ডাকাত আটক

FB_IMG_1700548400567

বরগুনা বামনা উপজেলা ৩ নং রামনা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব বলাই বুনিয়া গ্রামে খতিব বাড়ির সংলগ্ন এলাকা থেকে ২০/১১-২০২৩ নভেম্বর রাত পৌনে ১ টার দিকে দুর্ধর্ষ ডাকাত চক্রের এক সদস্যকে স্থানীয় জনতা শটগানসহ আটক করে পরে থানায় পুলিশকে খবর দিয়ে তাদের কাছে হস্তান্তর করে আটক ডাকাতের বাড়ি কাঠালিয়া উপজেলা মহেশকান্দি গ্রামে ডাকাতের নাম আব্দুল মালেক ৫২  পিতার নাম মোঃ সেকেন্দার আলী পুলিশের তথ্য মতে উক্ত নামে কাঠালিয়া থানায় একাধিক মামলা রয়েছে।


কমেন্ট As:

কমেন্ট (0)