চরবানিয়ারী ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে হরতাল বিরোধী মিছিল অনুষ্ঠিত

IMG-20231119-WA0001

বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার ০৬ নং চরবানিয়ারী ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে (১৯.১১.২০২৩ খ্রিঃ শনিবার  বিকাল ৫:০০ ঘটিকায় ) বিএনপি জামাত এর ডাকা হরতালের বিরুদ্ধে শত শত নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করে।

এ সময় যুবলীগ ও ছাত্রলীগ এর নেতা কর্মীরা হরতালের বিরুদ্ধে স্লোগান  দিয়ে চরবানিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের অফিস থেকে  মিছিল নিয়ে,০৭ নং সন্তোষপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর অফিস  যেয়ে মিছিল টি শেষ করেন।

মিছিল শেষে নেতাকর্মীরা হরতালের বিরুদ্ধে  আলাদা আলাদাভাবে বক্তব্য প্রদান শেষে মিছিল ও সমাবেশ শেষ করেন। 

প্রিন্স হালদার,(চিতমারী, বাগেরহাট) প্রতিনিধি


কমেন্ট As:

কমেন্ট (0)