চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন
- By --
- Tuesday, 21 Nov, 2023

বর্তমান সময়ের সেরা বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হিসেবে নিয়োগ পেলেন অত্র বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী বাঁশখালী ৪নং বাহারছড়া ইউনিয়নের চাঁপাছড়ি গ্রামের পুত্র বধু কাজী রোমানা আকতার প্রমি। রোমানা বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর কাজী বাড়ী নিবাসী চট্টগ্রাম সিটি করপোরেশন কর্মকর্তা কাজী মো: আবু তৈয়ব ও সাইদুন নেছা দম্পতির ১ম সন্তান। তিনি চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয় থেকে ২০০৯ সালে জিপিএ ৫ নিয়ে মাধ্যমিক পাস করেন।২০১১ সালে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পাস করে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হন। ব্যবস্থাপনা বিভাগ থেকে অনার্স এবং একই বিভাগে প্রথম হয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। এরপর তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন।
এবার নিজ বিভাগে মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার গৌরব অর্জন করলেন সেরা মেধাবী ছাত্রী কাজী রোমানা। ২ বোন ১ ভাইয়ের মধ্যে তাঁর ছোট বোন কাজী সোহানা আকতার একজন চিকিৎসক।ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তাঁর স্বামী মুহাম্মদ আতিকুর রহমান চৌধুরী চট্টগ্রাম আগ্রাবাদ কমার্স ব্যাংক লিমিটেডে কর্মরত আছেন। তাঁর স্বামী মুহাম্মদ আতিকুর রহমান চৌধুরী চাঁপাছড়ি গ্রামের ঐতিহ্যেবাহী পরিবারের জনাব ফজল আহমদের সেজ সন্তান। তিনি চট্টগ্রাম সরকারি কলেজ থেকে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স শেষ করে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডে নিয়োজিত আছেন। তাঁর এই অর্জনে তিনি এবং তাঁর স্বামী মহান আল্লাহ তা’য়ালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সাথে সাথে বাবা-মা, শিক্ষকমন্ডলী এবং বন্ধু শুভাকাঙ্ক্ষী সহ যারা বিভিন্ন মাধ্যমে সহযোগিতা করেছে ও অভিনন্দন জানিয়েছে তাদের সবার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। একজন আদর্শ শিক্ষক হিসেবে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখার জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
আনিছুর রহমান, জেলা প্রতিনিধি চট্টগ্রাম।