গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

Screenshot_2023-11-07-18-21-55-57_680d03679600f7af0b4c700c6b270fe7

ব্রাহ্মণ বাড়িয়া জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংহ পুর এলাকায় সোমবার ২০/১১/২৩ ইং তারিখ আনুমানিক সকাল ৮ টার দিকে জান্নাতুল ফেরদৌসে(১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সে চুন্টা ইউনিয়নের নরসিংহ পুর গ্রামের মৃত আসিদ মিয়ার মেয়ে বলে জানা যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী থেকে জানাযায় তার বাবা আসিদ মিয়া,তার জন্মের আগেই মারা যায়। পরিবারের অভাব অনটনের জন্য তার মা বিভিন্ন বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে। সোমবার সকালে তার মা বাজারে গেলে,এ সযোগে মেয়ে জান্নাতুল ফেরদৌস ঘরের তিরের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশকে খবর দিলে,  পুলিশ ঘটনাস্থল পৌঁছে দরজা ভেঙেনিহতের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গলায় ফাঁস দিয়ে এক কিশোরী আত্মহত্যা করে।

তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে দুপুরে ব্রাহ্মণ বাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। 

আব্বাস উদ্দিন, সরাইল 


কমেন্ট As:

কমেন্ট (0)