কোম্পানীগঞ্জে প্রবীণ আ লীগ নেতা আব্দুল বাছিরের মৃত্যু উপজেলা আ লীগের শোক

IMG-20231120-WA0000

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুল বাছির ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

রবিবার (১৯-১১-২০২৩) সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে রাত ১০টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।দীর্ঘদিন থেকে বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন। প্রবীণ এই আওয়ামীলীগ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আলী আমজদ ও সাধারণ সম্পাদক হাজী আপ্তাব আলী কালা মিয়া।

এক শোকবার্তায় মরহুমের আত্বার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সমবেদনা জানান। উপজেলা আওয়ামীলীগকে সুসংগঠিত করার পাশাপাশি সামাজিক ও উন্নয়ন মূলক কাজে সর্বদা কাজ করতেন।উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।প্রবীণ এই নেতার মৃত্যুর খবরে উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।


কমেন্ট As:

কমেন্ট (0)