কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ২০ কেজি গাঁজা

IMG_1700571334872

আজ ২১/১১/২০২৩খ্রিঃ তারিখ ভোর ০৫:৩০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি টিম কুমিল্লা জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন টিক্কারচর সাকিনস্থ টিক্কারচর ব্রীজের দক্ষিণ পাশে আনোয়ার মিয়ার চা দোকানের সামনে চকবাজার গামী পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে একটি প্রাইভেটকার থামিয়ে উক্ত প্রাইভেটকারটি তল্লাশী করে ২০(বিশ)  কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ সেলিম মিয়া (৪৫), পিতা-মৃত আলী আজগর, মাতা-সামছুর নাহার, গ্রাম-ছোট তুলাগাঁও, ০৮নং ওয়ার্ড, ১২নং আড্ডা ইউপি, থানা-বরুড়া, জেলা-কুমিল্লা, বর্তমানে গ্রাম-কোনাবাড়ী (শুক্কর মিয়ার বাড়ী-অনিক প্লাজা, ৩য় তলা), ০৭নং ওয়ার্ড, থানা-কোনাবাড়ী, জেলা-গাজীপুর কে গ্রেফতার করা হয়। 

এ সংক্রান্তে উক্ত আসামীর বিরুদ্ধে কুমিল্লা এর কোতয়ালী মডেল থানার মামলা নং- ৬০ , তারিখ-২১/১১/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯(গ)//৩৮ তে মামলা রুজু করেন।

কুমিল্লা জেলা প্রতিনিধি (রাকিবুল হাসান রায়হান) 


কমেন্ট As:

কমেন্ট (0)