কুমিল্লায় চৌদ্দগ্রাম থানা কর্তৃক ৫০০ পিস ইয়াবাসহ ১ জন আসামী গ্রেফতার

FB_IMG_1700483516313

গত ১৯/১১/২০২৩ খ্রিঃ তারিখ ২২.৫০ ঘটিকায় চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ)/লিটন চাকমা, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ চৌদ্দগ্রাম থানা এলাকায় রাত্রীকালিন আইন-শৃঙ্খলা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন ১৪নং আলকরা ইউনিয়নের দত্তসার সাকিনে ঢাকা টু চট্টগ্রামগামী মহাসড়ক সংলগ্ন দত্তসার পাকা রাস্তার উপর হতে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী এবাদুল হক সোহাগ প্রঃ একরামুল হক সোহাগ প্রঃ আব্দুল হক সোহাগ(৩১), পিতা-মৃত জাফর আহাম্মদ, মাতা-তাহেরা বেগম, গ্রাম-মধ্যম কাছাড় (পাটোয়ারী বাড়ী), জোয়ার কাছার, ধর্মপুর ইউপি, থানা- ফেনী সদর, জেলা-ফেনী কে গ্রেফতার করা হয় । 

উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা নং-২৮,তারিখ-২০/১১/২০২৩, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(ক) রুজু করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে ০২ টি মাদক মামলা ও ০২ টি চুরি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

কুমিল্লা জেলা প্রতিনিধি (রাকিবুল হাসান রায়হান) 


কমেন্ট As:

কমেন্ট (0)