কালুখালীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

IMG_20231118_162200_1

শনিবার রাজবাড়ীর কালুখালী স্টেডিয়াম মাঠে বোয়ালিয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কেসিএ গ্রীন বনাম কেসিএ রেড  একাদশ অংশ নেয়।

 শুরুতেই টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন গ্রীন টিমের অধিনায়ক সিদ্দিক শিকদার। অধিনায়ক সিদ্দিক সিকদার এবং বাম হাতি ব্যাটসম্যান আলমগীর হোসেন ইনিংসের গোড়াপত্তন করতে নামেন। তৃতীয় ওভারে মিডউইকেটের উপর দিয়ে খেলতে গিয়ে

 উৎসবের বলে বোল্ড আউট হন সিদ্দিক। এরপর ভাইস ক্যাপ্টেন রুহুল আমিন এবং কানন এর সাথে অসাধারণ পার্টনারশিপ গড়ে তোলে। শোভন ১০ রান আউটের পর তুষার ১৮ বলে ৪৬,মনির ইসলাম,২১ বলে ৩৫,কানন ৪৬ বলে ৮৬ রানের ইনিংস খেলে দলকে এগিয়ে নেন। নির্ধারিত ৩০ ওভারে গ্রীন দল ২৩৪  রান সংগ্রহ করে। খেলায় রাকিব ৩ উইকেট সংগ্রহ করে।

 খেলার দ্বিতীয় ইনিংসের শুরুতে রেড টিম আলামিনের উইকেট হারায়।  এরপর সোহেল ও শিপন দারুন পার্টনারশিপ উপহার দেন।  সোহেল ৮৬ রানে আউটের পর ব্যাটিং বিপর্যায়ে পরে রেড টিম।

অধিনায়ক রাকিব ক্যামিও ইনিংস খেলে আউট হয়। এক পর্যায়ে রেড টিমের ১৮ বলে ৪ রানের প্রয়োজন হয়। কিন্তু কাননের অসাধারন বোলিংয়ে শাহরুখ বোল্ড আউট হয়। উত্তেজনাকর এই ম্যাচে গ্রীন টিম ৩ রানে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন বিপুল হুসাইন ও জুয়েল রানা।

আদম আলী রাজবাড়ী প্রতিনিধি


কমেন্ট As:

কমেন্ট (0)