কালকিনিতে ঘূর্ণিঝড় বিধিলির তান্ডবে নিহত-১

IMG_20231118_141042

মাদারীপুরের  কালকিনি উপজেলার পশ্চিম আলীপুর গ্রামের মোসাঃ সাহানাজ বেগম(৫৫) নামে এক বৃদ্বার মৃত্যু হয়েছে। 

গতকাল শুক্রবার (১৭ নভেম্বর)  ঘূর্ণিঝড় বিধিলি প্রবল বেগে আঘাত হানলে সাহানাজ বেগম এর ঘড়ের উপর বড় একটি চাম্বুল গাছ  উপরে পরলে ঘড়ের ভিতরে আটকা পড়েন সাহানাজ বেগম ও তার তিন বছরের নাতি । 

পরে কালকিনি ফায়ার সার্ভিসের উদ্দার কর্মিরা ঘটনা স্থলে এসে এক ঘন্টার চেষ্টায় গাছ অপসারণ করে ঘড়ে প্রবেশ করে সাহানাজ বেগম ও তার তিন বছরের নাতি কে উদ্দার করে। পরে স্থানীয় লোকজন সাহানাজ বেগম  মৃত বলে জানান  কিন্ত ঔলোকিক ভাবে প্রানে বেঁচে যান ছোট্ট তিন বছরের নাতি।

মৃত সাহানাজ বেগম এর স্বামীঃ মোঃ সোবাহান মৃধা, পূর্ব এনায়েতনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম আলীপুর গ্রামের বাসিন্দা , সাহানাজ বেগম এক ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন।

 সাহানাজ বেগমের স্বামী সোবাহান মৃধা বলেন আমার স্ত্রী অন্তত্য একজন ভালো মানুষ ছিলেন। আমার বিবাহিত জীবনে তার সাথে আমার বা কারো কোন ঝগড়া বিবাদ হয়নি। সোবাহান মৃধা বলেন বুধবার সকালে মেঝ  মেয়ে রুনু বেগম এর  শশুর বাড়ী  এনায়েত নগর, দড়ীর চর  লক্ষীপুর বেরাতে যান ।

এব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব উত্তম কুমার দাস  বলেন আমরা গতকাল ঘূর্ণিঝড় বিধিলিতে গাছ পড়ে এক মহিলা নিহতের খবর পেয়েছি, আজ শনিবার  তার দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবার কে বিশ হাজার টাকা ও ৩০কেজি চাল প্রাথমিক ভাবে  দিয়েছি ।

রিপোর্টঃ এস,এম শাহ্ জালাল, কালকিনি ও ডাসার প্রতিনিধি। 

 


কমেন্ট As:

কমেন্ট (0)